নিজস্ব প্রতিনিধি:
জামায়াতে ইসলামী কখনো বেহেশতে যা যাওয়ার টিকিট দেন না, বেহেশতে যাওয়ার পথ দেখায়। ভিন্ন দলের ব্যক্তিরা বলেন নাম নিয়ে অজু করলে জান্নাত নিশ্চিত। এসব কথা যারা বলেন, তারা কখনো ইসলামের পক্ষে কাজ করবে না। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামীর বিকল্প কিছু নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সাবেক জেলা আমীর আব্দুস সাত্তার।
শনিবার (১১ অক্টোবর) রাতে চৌদ্দগ্রাম উপজেলার ১নং কাশিনগর ইউনিয়নের সাতবাড়ীয়া কেন্দ্রের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী গ্রাম কমিটির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যারা জনগণের সম্পদ লুটপাট করে দেশের বাইরে বাড়ি বানিয়ে থাকে তাদেরকে ভোট না দিয়ে যোগ্য প্রতীক দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়নের সুযোগ দিন। সন্ত্রাসমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার দল জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে সন্ত্রাসী দলকে প্রতিহত করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌদ্দগ্রাম উপজেলার সাবেক আমীর বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগরীর সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা সেক্রেটারী বেলাল হোসেন, কুমিল্লা মহানগরী জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, চৌদ্দগ্রাম উপজেলার সাবেক আমীর শাহ মো. মিজানুর রহমান ও কাশিনগর ইউনিয়ন আমীর মাওলানা মহসিন কবির।
এ ছাড়াও গ্রাম কমিটির সমাবেশে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১নং কাশিনগর ইউনিয়নের স্থানীয় ওর্য়াডের নেতাকর্মী ও সমর্থকরা।

