Home » জীবনসঙ্গী খোঁজার মেলা পছন্দ হলেই বিয়ে।

জীবনসঙ্গী খোঁজার মেলা পছন্দ হলেই বিয়ে।

কর্তৃক ajkermeherpur
148 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘আদিবাসী মিলন মেলা’।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৩টা থেকে শুরু হওয়া এ মেলায় আশপাশের বিভিন্ন উপজেলা থেকে হাজারো আদিবাসী নারী-পুরুষ অংশগ্রহণ করেন

প্রতিবছর দুর্গাপূজার বিজয়া দশমীর পরদিন এ মেলার আয়োজন করা হয়। শুধু বিনোদনের উৎসবই নয়, এটি আদিবাসী সমাজে ‘জীবনসঙ্গী খোঁজার মেলা’ হিসেবেও পরিচিত, যেখানে তরুণ-তরুণীরা নিজেদের সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি পারস্পরিক পছন্দের ভিত্তিতে বিবাহের প্রস্তাব দেন।

মেলায় বাঁশি, ঢোল, মাদলসহ বিভিন্ন ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সুরে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। নৃত্য-গীতে মাতোয়ারা হন অংশগ্রহণকারীরা। পাশাপাশি হস্তশিল্প, খেলনা ও খাদ্যপণ্যের পসরা মেলাকে আরও রঙিন করে তোলে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদিবাসী সমাজ উন্নয়ন সম্মতির আহ্বায়ক জোসেফ হেমব্রম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জু।

তিনি বলেন, ‘এই মিলন মেলা শুধু বিনোদন নয়, বরং সংস্কৃতি সংরক্ষণের এক জীবন্ত মাধ্যম। সরকার ও সমাজের সব স্তরের উচিত এমন আয়োজনে সহযোগিতা বাড়ানো।’

মেলায় অংশ নেওয়া দিনাজপুরের মেরিনা টুডু বলেন, ‘এই মেলা আমাদের সংস্কৃতির প্রাণ। এখানে নাচ-গান পরিবেশনের পাশাপাশি নতুন বন্ধুও পাওয়া যায়।’

নবাবগঞ্জের মার্কিন হেমব্রম জানান, ‘এই মেলাই আমাদের বছরের সবচেয়ে বড় আনন্দের উৎসব।’

দিনাজপুর সদরের সুনীতা মুর্মু বলেন, ‘এই মিলন মেলা আমাদের পারিবারিক বন্ধন ও বিয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

প্রবীণ আদিবাসী নেতা রবার্ট বাস্কে বলেন, ‘আমাদের সময়েও এই মেলা ছিল সবচেয়ে বড় উৎসব। আজও সেই ধারাবাহিকতা বজায় আছে দেখে আমরা গর্বিত।’

বিশেষ নিরাপত্তার জন্য দিনাজপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

এনআই

০ মন্তব্য

You may also like

মতামত দিন