আমঝুপি অফিস:
জুলাই শহীদ দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়, সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম নজরুল কবির, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিউল হক, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জেলা বিএনপির সদস্য আনসারুল হক ও রোমানা আহমেদ, জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আশিক রাব্বি এবং এনসিপির সদস্য হাসনাদ দেওয়ান সৈকত প্রমুখ।
পরে, জুলাই-আগস্ট মাসে শহীদ হওয়া ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান।