ঝিনাইদহ প্রতিনিধি রমজান আআলী:
ঝিনাইদহের সাংবাদিক জগতের উজ্জল নক্ষত্র বাংলাদেশ বেতার ও দ্য অবজাভারের ঝিনাইদহ প্রতিনিধি নুরুজ্জামান মন্টুর নবম মৃত্যু বার্ষিকী আগামীকাল রোববার ২৯ আগষ্ট। ২০১৩ সালের এই দিনে তিনি ৬৪ বছর বয়সে ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি ঝিনাইদহ শহরের কলাবাগান পাড়ার মরহুম গোলাম মোস্তফার ছেলে। দিবসটি পালনে পারিবারিক ভাবে পুরানো ডিসি কোর্ট মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা কর্মসুচির আয়োজন করা হয়েছে।
তথ্য নিয়ে জানা গেছে, নুরুজ্জামান মন্টু ষাটের দশকে খুলনা শহর থেকে প্রকাশিত ইংরেজী দৈনিক এলার্ম ও ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক চিত্রালীর ঝিনাইদহ প্রতিনিধি হিসেবে পেশাদার জীবন শুরু করেন। ১৯৭২ সালের ৯ সেপ্টেম্বর তিনি দ্য অবজারভার এবং দৈনিক পূর্বদেশ-এ নিয়োগ লাভ করেন। ২০১০ সালের ৮ জুন ডেইলি অবজারভারের প্রকাশনা বন্ধ ঘোষণা পর্যন্ত উক্ত পত্রিকায় কর্মরত ছিলেন তিনি। নুরুজ্জামান মন্টু নির্ভিক সাংবাদিক ছিলেন। তার অনুসন্ধানী অপরাধমুলক খবরগুলো সমাজ বদলে ভুমিকা রাখতো। তিনি আধুনালুপ্ত দৈনিক ঝিনাইদহ ও ঝিনেদার বাণী পত্রিকা দুইটির উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
সাংবাদিকদের অধিকার আদায়ে তিনি ছিলেন সোচ্চার। তার বলিষ্ঠ ভুমিকায় সাংবাদিকরা বহু অসাধ্য সাধন করতে সক্ষম হন। তিনি একাধারে ঝিনাইদহ প্রেসক্লাবের ১৯৭২, ১৯৭৫, ১৯৮৮, ১৯৮৯, ১৯৯৪ ও ২০০০ বছরে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৩ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত সে সময়কার বাংলাদেশ সাংবাদিত সমিতির ঝিনাইদহ শাখার সভাপতি ছিলেন। ১৯৮৪ সালে নুরুজ্জামান মন্টু বাংলাদেশ বেতারের ঝিনাইদহ প্রতিনিধি হিসেবে নিয়োগ লাভ করেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বেতারে কর্মরত ছিলেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। খুলনা বিভাগীয় প্রেসক্লাব ফেডারেশনের তিনি প্রতিষ্ঠাতা সদস্য। নুরুজ্জামান মন্টু ঝিনাইদহ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, শিল্পকলা একাডেমী, বাংলাদেশ অন্ধকল্যাণ সমিতি ঝিনাইদহ, হার্ট ফাউন্ডেশন, পাবলিক লাইব্রেরি, ঝিনইদহ প্রেসক্লাবের আজীবন সদস্য ও সিনে আর্ট সার্কেলের সাধারণ সম্পাদক ছিলেন।