ঠাকুরগাঁও প্রতিনিধি মোঃ আলমগীর:
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলা পুলিশের অভিযানে অস্ত্র ও ইয়াবা বহনকালে এক ভারতীয় নাগরিক সহ ১০ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান।
পুলিশ সূত্রে জানা যায়, ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গির আমজানখোর ইউনিয়নে সীমান্ত এলাকায় পুলিশ গেলে। অপরিচিত একটি মাইক্রোবাস ও পাগলুর দেখে এবং তাদের পিছু করে তাদের থামতে বলা হলে তারা না থেমে পালানোর চেষ্টা করে।
একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে মাইক্রোবাস থেকে নেমে গুলি চালানো শুরু করে এ সময় পুলিশও পাল্টা ৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়লে মাইক্রোবাস থেকে নেমে কয়েকজন পালিয়ে গেলেও পুলিশ এক ভারতীয়সহ ১০ জনকে
আটক করে। এদের কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড
গুলি ও ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- ভারতের নাগরিক গফুর আলম (২৫), দেলোয়ার হোসেন (২৮), আব্দুর রাজ্জাক (২৩), বিকাশ পাল (৩৫), জাকির
হোসেন (২৫), হজরত আলী (২৭), মনিরুল
ইসলাম (৩২), বিষ্ণু পাল (২৯), নাসিরুল
ইসলাম (২৪), পশিরুল ইসলাম (২৮)।
এছাড়াও আরো পলাতক ৯ জনের নাম উল্লেখ করে মামলা
করা হয়েছে।
বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান জানান, আসামিদের
বিরুদ্ধে মাদক, অস্ত্র ও ভারতের নাগরিকের
বিরুদ্ধে কন্ট্রোল অব এন্ট্রি (সর্বমোট ৩টি)
মামলা এজাহারভুক্ত করে আটোয়ারি থানায়
হস্তান্তর করা হয়েছে।