ঠাকুরগাও প্রতিনিধি মোঃ আলমগীর:
ঠাকুরগাঁও পীরগঞ্জে উপজেলায় সড়ক দূর্ঘটনায় পিতা পুত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১ জন।
শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ চিলাপাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান নিহত পিতা-পুত্রের বাড়ি পীরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামে। গ্রামের করিমুল পিতা ও তার ছেলে আরমান মোটর সাইকেলে নিয়ে ঠাকুরগাও থেকে পীরগঞ্জে আসছিল।
পীরগঞ্জ- ঠাকুরগাও পাকা সড়কের চিলাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়।
এতে পিতা ঘটনাস্থলেই এবং ছেলে পীরগঞ্জ হাসপাতালে নেয়ার পর মারা যায়। এসময় একজন আহত হয়।
পীরগঞ্জ থানার ওসি তদন্ত বিদ্যুৎ কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এবং পুলিশ পিকআপ ভ্যানটি আটক করেছে।