আমঝুপি অফিস:
ঢাকায় শিক্ষকদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে সারা দেশে। এরই অংশ হিসেবে মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা।
সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে বিদ্যালয়ের শিক্ষকরা শ্রেণিকক্ষে না গিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এসময় তাঁরা ঢাকায় শিক্ষকের উপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কর্মবিরতি নেতৃত্ব দেন মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাব্বারুল ইসলাম মাষ্টার , আরো উপস্থিত ছিলেন মজিদুল হক,সোহেল রানা,আঃসামাদ,মুস্তাফিজুর রহমান, নাসিমা খাতুন,নাজনিন হোসেন প্রমুখ্য উপস্থিত ছিলেন।
শিক্ষকরা বলেন, “শিক্ষকদের ওপর হামলা শুধু একজন বা দুইজনের ওপর নয়—এটি পুরো শিক্ষক সমাজের ওপর হামলা। আমরা এ ধরনের সন্ত্রাসী আচরণের তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করছি।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-কর্মচারী কর্মবিরতিতে অংশ নেন। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলতে পারে বলে জানান শিক্ষকরা।
এদিকে এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবক মহলেও নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা বলেন, শিক্ষক সমাজের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে শিক্ষা ব্যবস্থাও হুমকির মুখে পড়বে।

