Home » তাহিরপুরে দিন ব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা উদযাপন

তাহিরপুরে দিন ব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা উদযাপন

কর্তৃক xVS2UqarHx07
283 ভিউজ

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার তাহিরপুরে দিন ব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা-২০২২ উদযাপন করা হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারী) উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।

উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক শওকত হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।

এসময় স্বাগতিক বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার হাবিব আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সোবাহান আখঞ্জি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল হোসেন ভূঁইয়া, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জুনাব আলী, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাসুক মিয়া, উপজেলা ডেইরি এসোসিয়েশনের সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

পরে মেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুষ্প বর্মন, ইয়াছিন মিয়া ও এনামুল হক এনামের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।

০ মন্তব্য

You may also like

মতামত দিন