তৃণমূল শিক্ষা উন্নয়ন ও সমাজসেবায় বিশেষ অবদান: সম্মাননা পেলেন খালিদ সাইফুল ইসলাম
তৃণমূলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে মেহেরপুর জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে সম্মাননা পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা খালিদ সাইফুল ইসলাম।
তিনি বর্তমানে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় এবং গোভীপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন–এর মেহেরপুর জেলা শাখার সভাপতি এবং বাংলাদেশ প্রাইভেট হসপিটাল অ্যান্ড ক্লিনিক অ্যাসোসিয়েশন–এর মেহেরপুর জেলা সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া তিনি আরও প্রায় ডজনখানেক সামাজিক ও মানবিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত।
জনাব খালিদ সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে সমাজের অবহেলিত ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
এসব কার্যক্রমের মাধ্যমে তিনি একজন দক্ষ সমাজ সংগঠক ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন।
সম্মাননা গ্রহণের পর তিনি বলেন—
“জেলা প্রশাসক মহোদয় আমাকে এই সম্মান দিয়েছেন—এর জন্য আমি কৃতজ্ঞ। তিনি যে অর্থ প্রদান করেছেন, তা আমি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ব্যয় করার ঘোষণা দিচ্ছি।”
ব্যক্তিগত জীবনে তিনি একাধিক ব্যবসার সঙ্গে জড়িত। শিক্ষাজীবনে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পাশাপাশি আইন বিভাগ থেকে এলএলবি ডিগ্রিও অর্জন করেছেন।
তৃণমূল পর্যায়ে শিক্ষা উন্নয়ন ও মানবিক সেবায় তার অব্যাহত ভূমিকা মেহেরপুরে একটি ইতিবাচক পরিবর্তন আনছে বলে স্থানীয়রা মনে করছেন।

