Home » দর্শনায় দিনদুপুরে দুঃসাহসিক চুরি, ২১ ভরি স্বর্ণ ও নগদ আড়াই লাখ উধাও।

দর্শনায় দিনদুপুরে দুঃসাহসিক চুরি, ২১ ভরি স্বর্ণ ও নগদ আড়াই লাখ উধাও।

কর্তৃক ajkermeherpur
44 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

দর্শনার কেরুজ আমতলাপাড়ায় দিনদুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরের গ্রীল কেটে প্রায় ২১ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ আড়াই লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে দর্শনা শহরের আমতলাপাড়ায় এ চুরির ঘটনা ঘটে।

প্রতিদিনের মতো ওই বাড়ির গৃহকর্ত্রী মনজু ঘোষ, যিনি কেরু উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা, সকাল ৮টার দিকে বিদ্যালয়ে যান। স্কুল ছুটি শেষে দুপুর ১টার দিকে বাসায় ফিরে এসে দেখেন, ঘরের ক্ল্যাসিবল গেট কেটে চুরির ঘটনা ঘটেছে।

চোরের দল ঘরের আলমারি ভেঙে নগদ আড়াই লাখ টাকা, ৭ জোড়া স্বর্ণের চেইন, ১২টি স্বর্ণের আংটি, ৭ জোড়া হাতের রুলি, নাকফুলসহ বিভিন্ন স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মনজু ঘোষ ঘরের তালা ও গ্রীল লাগিয়ে স্কুলে যান। এ সুযোগে চোরেরা পাশের বাড়ির ছাদ টপকে সিঁড়িঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এরপর আলমারির তালা ভেঙে তারা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদ তিতুমীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় মনজু ঘোষ দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন