Home » দর্শনা থানার তিতুদাহ ক্যাম্প পুলিশ কর্তৃক দুইটি গরু উদ্ধার, উদ্ধারকৃত গরু প্রকৃত মালিকের জিম্মায় প্রদান

দর্শনা থানার তিতুদাহ ক্যাম্প পুলিশ কর্তৃক দুইটি গরু উদ্ধার, উদ্ধারকৃত গরু প্রকৃত মালিকের জিম্মায় প্রদান

কর্তৃক xVS2UqarHx07
151 ভিউজ

দামুড়হুদা প্রতিনিধি:

দর্শনা থানাধীন তিতুদহ ইউনিয়নের হুলিয়ামারী গ্রামের জুকাগাড়ি বিলে আজ শুক্রবার ২৫ নবেম্বর সকাল অনুমানিক সাড়ে ৬ টার সময় দুইটি বলদ গরু ভূট্টা খাওয়া অবস্থায় দেখে মোবাইলে তথ্যের ভিত্তিতে ইনচার্জ, তিতুদাহ পুলিশ ক্যাম্প এসআই (নি:)/আনোয়ারুল ইসলাম সংঙ্গীয় ফোর্সসহ গরু দুইটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন।

ইতোমধ্যে, বজলুর রহমান (৫০), পিতা-হবিবুর রহমান, গ্রাম-ধোপাবিলা
ইউনিয়ন-দোড়া, থানা-কোটচাঁদপুর, জেলা-ঝিনাইদহ এর গোয়াল থেকে ২৫.১১.২০২২ খ্রিঃ তারিখ অনুমানিক ০০:৩০ টার দিকে দুইটি গরু হারিয়ে যায় মর্মে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানায় সাধারণ ডায়রী করেন, যা কোটচাঁদপুর থানার সাধারণ ডায়রী নং-১১০৯, তারিখ-২৫.১১.২০২২ খ্রিঃ।

উদ্ধারকৃত গরু দুইটি সম্পর্কে সংবাদ পেয়ে গরুর মালিক বজলুর রহমান ক্যাম্পে এসে গরু দুইটি সনাক্ত করেন। কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনার সত্যতা রয়েছে মর্মে জানালে উদ্ধারকৃত গরু দুইটিকে প্রকৃত মালিকের জিম্মায় প্রদান করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন