Home » দামুড়হুদায় গণজাগরণের মাধ্যমে দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দামুড়হুদায় গণজাগরণের মাধ্যমে দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
192 ভিউজ

দামুড়হুদা চুয়াডাঙ্গা থেকে জাহাঙ্গীর আলম:

আপনার অধিকার, আপনার দায়িত্ব দুর্নীতিকে না বলুন’ প্রতিপাদ্য নিয়ে দামুড়হুদা উপজেলার প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনগণকে সচেতন ও গণজাগরণের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করার দৃঢ় অঙ্গীকার নিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে সারে ৯ টার দিকে মানববন্ধন মাধ্যমে দিবসটি শুরু হয়। এরপর শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন।

দুর্নীতিবিরোধী দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ সভাকক্ষে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে।

প্রধানঅতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলী মুনছুর বাবু।এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ,এবং সাংবাদিক বিন্দু প্রমুখ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন