Home » দামুড়হুদায় পানির মোটরের সুইচে স্পর্শ, মুহূর্তেই মৃত্যু নারীর।

দামুড়হুদায় পানির মোটরের সুইচে স্পর্শ, মুহূর্তেই মৃত্যু নারীর।

কর্তৃক ajkermeherpur
20 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের বোয়ালামি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে রহিমা খাতুন (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। তিনি বোয়ালমারি গ্রামের মসজিদ পাড়ার বক্কর আলীর স্ত্রী।

স্থানীয় ও পরিবারের লোকজন জানান, শুক্রবার বিকেলে তিনি পানির ওঠানোর জন্য মোটরের সুইচে হাত স্পর্শ করার সাথে সাথেই বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি পরিবারের লোকজন টের পেলে দ্রুত উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থালেই তিনি মৃত্যুবরণ করেন। রহিমা খাতুনের স্বামী তালসারি মোড়ে চায়ের দোকানের ব্যবসা করেন। খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে এসে দেখেন তার স্ত্রীর নিথর দেহ পড়ে রয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন