Home » দুপুর দেড়টায় সিঙ্গাপুরের উদ্দেশে হাদিকে নিয়ে রওনা দেবে এয়ার অ্যাম্বুলেন্স

দুপুর দেড়টায় সিঙ্গাপুরের উদ্দেশে হাদিকে নিয়ে রওনা দেবে এয়ার অ্যাম্বুলেন্স

কর্তৃক ajkermeherpur
53 ভিউজ

জুলাই আন্দোলনের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে সোমবার দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুরে নেওয়া হবে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে তাকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে।

রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের এক কর্মকর্তা।

ওই কর্মকর্তা বলেন, ‘সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছাবে। দুপুর দেড়টায় ওসমান হাদিকে নিয়ে সেটি সিঙ্গাপুরের উদ্দেশে যাবে।’

০ মন্তব্য

You may also like

মতামত দিন