Home » দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক উদ্ধার, আটক-১

দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক উদ্ধার, আটক-১

কর্তৃক ajkermeherpur
52 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও নকল বিড়ি উদ্ধার হয়েছে। এ ঘটনায় আটক হয়েছে একজন। রবিবার (৭ ডিসেম্বর) বেলা ২টার দিকে বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক মো. কর্নেল রাশেদ কামাল রনি এর নির্দেশনায় শনিবার (০৬ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৭.৪০ টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ চল্লিশপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৪/এমপি হতে আনুমানিক ৩.৫ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে ইনসাফনগর বাজারে নায়েক জীবন কুমার এর নেতৃত্বে বিজিবি’র টহল দল অভিযান চালায়।

এসময় মালিক বিহীন অবস্থায় ভারতীয় ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে একইদিন রাত আনুমানিক ১১.৩০ টায় কুষ্টিয়া বাইপাশ লালন চত্বর এলাকায় বিজিবি’র সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে পঞ্চগড়-বরিশালগামী বিআরটিসি পরিবহনে তল্লাশী অভিযান চালিয়ে ১৪ হাজার ৬৮০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করা হয়।

এছাড়াও শুক্রবার রাত আনুমানিক ৮.১৫ টায় সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল মিরপুরের চিতলিয়া পূর্বপাড়া সড়কে বিশেষ অভিযান চালায়। অভিযানে মো. মাহাবুল ইসলাম (৪২) কে ভারতীয় ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। সে একই গ্রামের মৃত আবু বক্করের ছেলে।

পৃথক অভিযানে উদ্ধার হওয়া ভারতীয় মাদক ও চোরাচালান পণ্যের সিজার মূল্য ৯ লক্ষ ৩৭ হাজার ২২৫ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে। পরে মাদকসহ আটক আসামীকে মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে এবং মালিকবিহীন অবস্থায় আটক মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে এবং অবৈধ নকল বিড়ি কাস্টমে জমা করা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন