Home » ধারের টাকা ফেরত নিতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, যুবক গ্রেফতার

ধারের টাকা ফেরত নিতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, যুবক গ্রেফতার

কর্তৃক ajkermeherpur
73 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক পোশাকশ্রমিক নারীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় শামীম রাইহান (২৮) নামের এক তরুণকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (২৯ নভেম্বর) রাত পৌনে ১টার দিকে জেলার ত্রিশাল উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রোববার শামীমকে নান্দাইল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতার শামীম রাইহান ত্রিশালের রামপুর ইউনিয়নের কাজিরকান্দা গ্রামের বাসিন্দা।

মামলার এজাহারের বরাতে র‍্যাব জানায়, গাইবান্ধার ওই নারীর (৩৭) স্বামী এক বছর আগে মারা যান। তার ১০ বছর বয়সি এক ছেলেসন্তান রয়েছে। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। কাজের সূত্রে নান্দাইল উপজেলার চরবেতাগৈর গ্রামের এনামুল সরদার (৪০)-এর সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সম্পর্ক ধরে কয়েক মাস আগে ওই নারীর কাছ থেকে ১১ হাজার টাকা ধার নেন এনামুল। পরে তিনি এলাকায় ফিরে এলেও টাকা ফেরত দিচ্ছিলেন না। একপর্যায়ে ধারের টাকা নিতে ওই নারীকে চরবেতাগৈর গ্রামের বাড়িতে আসতে বলেন এনামুল।

এজাহারে আরও বলা হয়, ২৫ নভেম্বর রাত ১০টার দিকে টাকা নিতে ওই নারী চরবেতাগৈর এলাকায় পৌঁছান। এরপর এনামুল স্থানীয় অটোরিকশাচালক জুয়েল মিয়াকে সঙ্গে নিয়ে কৌশলে তাকে চরবেতাগৈর ইউনিয়নের চরভেলামারি ভালুর ঘাট এলাকায় নিয়ে যান। সেখানকার একটি কলাবাগানে চারজন মিলে তাকে ধর্ষণ করেন। একই সঙ্গে তার ব্যবহৃত একটি মুঠোফোন
এবং সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেন।

ঘটনার পর নির্যাতনের শিকার নারী ২৬ নভেম্বর তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও একজনকে আসামি করে নান্দাইল থানায় মামলা করেন। গ্রেফতার শামীম রাইহান ওই মামলার ২ নম্বর আসামি।

মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন র‍্যাব-১৪, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান।

০ মন্তব্য

You may also like

মতামত দিন