Home » নওগাঁ মান্দায় ৩ দিনের রিমান্ড শেষে ডাকাতদলের চার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ

নওগাঁ মান্দায় ৩ দিনের রিমান্ড শেষে ডাকাতদলের চার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ

কর্তৃক xVS2UqarHx07
236 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মান্দার ভোলাবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অাটককৃত ৪ ডাকাতকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ

নওগাঁ মান্দায় ৩ দিনের রিমান্ড শেষে আন্তজেলা ডাকাতদলের চার সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে তাদের নওগাঁ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। এরপর শুনানী শেষে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

রিমান্ডে আসা আসামিরা হলেন, পটুয়াখালী জেলার সদর উপজেলার বাদুরা গ্রামের আব্দুল কাদের হাওলাদারের ছেলে ইউসুফ হাওলাদার (৪৮), বরগুনার আমতলী উপজেলার কুকুয়া গ্রামের ইউনুছ আলীর ছেলে মো. সাহাবুদ্দীন (৪৫), নারায়নগঞ্জ জেলার বন্দর থানার কুড়িপাড়া গ্রামের আবদুল হক মিয়ার ছেলে সিরাজ মিয়া ওরফে ঠান্ডু মিয়া (৪৮) ও পাবনার আমিনপুর এলাকার মৃত গফুর শেখের ছেলে সেলিম শেখ (৪৭)।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, গত ১৪ আগস্ট ডাকাতির প্রস্তুতির সময় আন্তজেলা ডাকাতদলের চার সদস্যকে গ্রেপ্তার করে থানা পুলিশ। এ সময় তাদের বেশ কয়েকজন সদস্য পালিয়ে যান। পালিয়ে যাওয়া ডাকাত সদস্যদের নাম-পরিচয়সহ তথ্য উদঘাটনে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠিয়ে রিমান্ড নেওয়া হয়েছিল।

ওসি আরো বলেন, জিজ্ঞাসাবাদে ডাকাত সদস্যরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। মামলার তদন্তের স্বার্থে তা প্রকাশ করতে অপরাগতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ডাকাতির প্রস্তুতির সময় নওগাঁ-রাজশাহী মহাসড়কের ভোলাবাজার মোড় থেকে গত ১৪ আগস্ট ভোররাতে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধারসহ একটি ট্রাক জব্দ করে পুলিশ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন