নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে: মোবারক হোসেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, যশোর–কুষ্টিয়া অঞ্চল পরিচালক ও ঢাকা–১২ আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব মোবারক হোসেন বলেছেন, “জুলাইয়ের অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে গণভোট নভেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হতে হবে। আমরা সরকারের কাছে স্পষ্টভাবে দাবি জানিয়েছি—গণভোট ছাড়া নির্বাচন হলে তা জনগণ মেনে নেবে না।”
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মোবারক হোসেন বলেন, “গণভোটের মাধ্যমে জুলাইয়ের অভ্যুত্থানকে স্বীকৃতি দিতে হবে। তা না হলে শহীদদের প্রতি চরম অসম্মান দেখানো হবে।”
তিনি জানান, আগামী ১৪ নভেম্বর সারাদেশে আট দলীয় জোটের উদ্যোগে গণভোটের দাবিতে বিক্ষোভ মিছিল ও কর্মসূচি পালন করা হবে এবং ১৬ নভেম্বর যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি শুরু হবে।
তিনি আরও বলেন, “আমরা আশা করছি সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করবে। শহীদদের ত্যাগের বিনিময়ে অর্জিত এই রাষ্ট্রে তাঁদের সম্মান উপেক্ষা করে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির ও মেহেরপুর–১ (সদর–মুজিবনগর) আসনের প্রার্থী মাওলানা তাজউদ্দীন খান, জেলা সেক্রেটারি ইকবাল হোসেন, গাংনী উপজেলা আমির ও মেহেরপুর–২ (গাংনী) আসনের প্রার্থী মাওলানা নাজমুল হুদা, মুজিবনগর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আবুল বাশারসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

