শাহিন আলি, গাংনী প্রতিনিধি:
নানা আয়োজনে গাংনীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত।
মেহেরপুরের গাংনীতে যথাযোগ্য মর্যদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার মোত্তালিব আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, কৃষি অফিসার এমরান হোসেন, বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা সদস্য সচিব মুজাহিদুল ইসলাম ও গাংনী থানার ওসি বানী ইসরাইল। শেষে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ঈমাম জাহিদ হোসেন।