Home » “নিয়মত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যে মেহেরপুরে অনুষ্ঠিত হয়েছে ভূমি মেলা ২০২৫-এর উদ্বোধনী।

“নিয়মত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যে মেহেরপুরে অনুষ্ঠিত হয়েছে ভূমি মেলা ২০২৫-এর উদ্বোধনী।

কর্তৃক xVS2UqarHx07
11 ভিউজ

আমঝুপি অফিস:

 

“নিয়মত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যে মেহেরপুরে অনুষ্ঠিত হয়েছে ভূমি মেলা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার ২৫ মে সকাল সাড়ে নয়টায় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ভূমি অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

 

অনুষ্ঠানে মেহেরপুর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এজেএম সিরাজুম মুনিরসহ জেলার সকল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও পৌর ভূমি কর্মকর্তারা।

 

ভূমি মেলায় জনগণকে সেবা প্রদানের পাশাপাশি ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান যাচাই, নামজারি সংক্রান্ত তথ্য প্রদান, ভূমি বিরোধ সংক্রান্ত পরামর্শসহ নানা কার্যক্রম পরিচালিত হয়।

 

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই ভূমি মেলার মাধ্যমে সাধারণ মানুষ আরও সহজে ও স্বচ্ছভাবে ভূমি সংক্রান্ত সেবা পাবে এবং ভূমি ব্যবস্থাপনা হবে আরও উন্নত ও প্রযুক্তিনির্ভর।

০ মন্তব্য

You may also like

মতামত দিন