Home » পিরোজপুর ইউনিয়নে কমিউনিটি ক্লিনিকে ফ্যান, চেয়ার ও ওষুধ বিতরণ

পিরোজপুর ইউনিয়নে কমিউনিটি ক্লিনিকে ফ্যান, চেয়ার ও ওষুধ বিতরণ

কর্তৃক xVS2UqarHx07
40 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে ২০২৪-২০২৫ অর্থ বছরে কমিউনিটি ক্লিনিকগুলোতে ফ্যান, চেয়ার ও ওষুধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম। তিনি কমিউনিটি ক্লিনিকের জন্য ৪টি ফ্যান, ৪টি চেয়ার এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।

আয়োজনের সভাপতিত্ব করেন পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল এনামুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা এরশাদ আলী, ইউপি সদস্য আমিরুল ইসলাম, কালু মিয়া, ওহিদুল ইসলাম, আসাদুল ইসলাম, ইস্কান্দার ইকবাল বিপ্লবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সামগ্রী বিতরণের মাধ্যমে এলাকার কমিউনিটি ক্লিনিকগুলোতে স্বাস্থ্যসেবা আরও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন অতিথিবৃন্দ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন