হিন্দু পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যা এবং সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
শনিবার (২০ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন।
বিবৃতিতে বলা হয়, ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহে হিন্দু পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে এবং পুড়িয়ে হত্যা করা হয়।
এছাড়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড এবং এর পরের সহিংসতার ঘটনায় দ্রুত, পূর্ণাঙ্গ, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
