Home » প্রবীণ দিবস উপলক্ষে মেহেরপুরে র‍্যালি ও আলোচনা সভা

প্রবীণ দিবস উপলক্ষে মেহেরপুরে র‍্যালি ও আলোচনা সভা

কর্তৃক ajkermeherpur
39 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে মেহেরপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল দশটার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পার্থ প্রীতম শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ তরিকুল ইসলাম, এবং মেহেরপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. ইনজামামুল হক।

“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আব্দুল মালেক, পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশারফ হোসেন এবং প্রবীণ হিতৈষী সংঘের সহ-সভাপতি রফিকুল আলম।

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় শতাধিক প্রবীণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন