Home » প্রশাসনের অনুমতি ছাড়া আয়োজিত কনসার্ট বন্ধ, প্রতারণা এড়ানোর আহ্বান

প্রশাসনের অনুমতি ছাড়া আয়োজিত কনসার্ট বন্ধ, প্রতারণা এড়ানোর আহ্বান

কর্তৃক xVS2UqarHx07
187 ভিউজ

মেহেরপুরে প্রশাসনের অনুমতি না পাওয়ায় সূর্য ক্লাব মেহেরপুরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত জেমসের কনসার্টের টিকিট সেলসহ সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

গত ২৫ সেপ্টেম্বর থেকে কনসার্টের কার্যক্রম বন্ধ রয়েছে বলে একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ক্লাব কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

সূর্য ক্লাব কর্তৃপক্ষ স্ট্যাটাসে জানিয়েছে, মাত্র তিন দিন টিকিট বিক্রির সুযোগ হয়েছিল। ওই সময় সীমিত সংখ্যক টিকিট বিক্রি হয়। ইতোমধ্যে টিকিট ক্রেতাদের নাম ও ফোন নম্বর এন্ট্রি আকারে সংরক্ষণ করা হয়েছে। টিকিট রিফান্ডের সিদ্ধান্ত যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

ক্লাবের পক্ষ থেকে আরও জানানো হয়, ২৫ সেপ্টেম্বর থেকে কনসার্টের সব কার্যক্রম বন্ধ থাকায় বর্তমানে কোনো টিকিট বিক্রি করা হচ্ছে না। কোনো প্রতারক চক্রের মাধ্যমে টিকিট কেনাবেচার সঙ্গে জড়িত হয়ে প্রতারণার শিকার হবেন না।

০ মন্তব্য

You may also like

মতামত দিন