ভেড়ামারা প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস:
ফিলিপনগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসাবে আওয়ামী লীগের মনোনয়ন উত্তোলান করলেন মোঃ ইসাহক আলী
৩ নং ফিলিপনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন জনপ্রিয় প্রার্থী আওয়ামীলীগ নেতা মোঃ ইসাহক আলী বিএসসি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ৩ নং ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে আবেদন জানিয়েছেন আওয়ামীলীগ নেতা মোঃ ইসাহক আলী বিএসসি,
ইউপি নির্বাচনে প্রার্থীতা ঘোষণার মধ্য দিয়ে রাজনীতির দ্বিতীয় ধাপে মোঃ ইসাহক আলীর প্রবেশ ইতিবাচক হিসাবেই দেখছেন রাজনীতি সংশ্লিষ্টরা। তবে তার এই প্রার্থীতা ঘোষণা অনেকের জন্য আকস্মিক হওয়ায় রাজনীতির সমীকরণে খানেকটা নতুনত্ব এসেছে।
মোঃ ইসাহক আলী নিশ্চিত করেছেন সোমবার রাজধানীতে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রতীকের জন্য আবেদন করেছেন তিনি। সংগঠন তাঁকে উপযুক্ত মনে করলে নৌকা প্রতীক নিয়ে মাঠে নামতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন তিনি।