আমঝুপি অফিস:
ফিলিস্তিনে-ইসরায়েলি নৃশংস গণহত্যা বর্বরোচিত হামলার প্রতিবাদে আমঝুপি খোকসা গ্রামবাসী থেকে বিক্ষোভ মিছিল।
মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়নে খোকসা গ্রামে থেকে ফিলিস্তিনে-ইসরায়েলি নৃশংস গণহত্যা বর্বরোচিত হামলার প্রতিবাদে জানিয়েছেন। আজ শুক্রবার বাদ জুমার নামাজ আদায় করে প্রধান প্রধান সড়ক গুলো বিক্ষোভ করেন ।
বক্তারা বলেন, ইসরাইলের পণ্য বর্জন এবং এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার দাবি জানিয়ে বলেন, “বিশ্ববাসী যদি ইসরাইলের অব্যাহত বর্বরতা থামাতে না পারে, তবে আমাদের প্রতিবাদ আরও তীব্র হবে।” উপস্থিত ছিলেন খোকসা কেন্দ্রয়ী জামে মসজিদের সভাপতি ও কেন্দ্রীয় ঈদগা ময়দান, কবরস্থান সভাপতি রফিকুল ইসলাম , কেন্দ্রীয় মসজিদের সহ-সভাপতি সাবেক মেম্বার হাসিম উদ্দিন , কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি সামসুজ্জোহা ( সামিদুল), খোকসা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম খালিদ সাইফুল্লাহ (আপেল), খোকসা হাট মসজিদের ইমাম সাহেব আব্দুর রশিদ (ইশা খাঁ) , বাইতুন নূর জামে মসজিদের ইমাম সাহেব মামুনুর রশিদ, খোকসা কেন্দ্রীয় জামে মসজিদের প্রচার সম্পাদক সাংবাদিক সেলিম রেজা, জহুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, তরিকুল ইসলাম, ইসরুল সহ আরো উপস্থিত ছিলেন অনেকেই প্রমুখ্য।