আমঝুপি অফিস:
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মেহেরপুরে বিএনপি’র গণ মিছিল ।
গাজা ও রাফায় ইসরাইলি বর্বরোচিত গণহত্যা বন্ধ, নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ও ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে গণ মিছিল করেছে মেহেরপুর জেলা বিএনপি। আজ শনিবার বিকাল পাঁচটার দিকে কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে মেহেরপুর বামুনপাড়া পন্ডের ঘাট এলাকা থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাথুলি বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। গাজায় ইজরাইলি বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে গণ মিছিলে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়। এ সময় মিছিলে অংশগ্রহণ করেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আবু সুফিয়ান হাবু, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টু, সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, মেহেরপুর সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা জাসাসের সভাপতি মাহফুজুর রহমান অশেষ, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির সহ জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে মেহেরপুর শহরের পন্ডের ঘাট এলাকায় মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বিএনপি’র কেন্দ্রিয় নির্বাহী সদস্য ও মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন বলেন, ফিলিস্তিনে অবিলম্বে গণহত্যা বন্ধ করতে হবে। জাতিসংঘ কে অবশ্যই ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সারা বিশ্বের মুসলিম উম্মাহকে একত্রিত হয়ে ইসরাইল কে রুখতে হবে। ইজরায়েলের পণ্য বর্জন করতে হবে।