Home » বঙ্গবন্ধু টি-টেন মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে কুষ্টিয়া প্রেসক্লাব চ্যাম্পিয়ন

বঙ্গবন্ধু টি-টেন মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে কুষ্টিয়া প্রেসক্লাব চ্যাম্পিয়ন

কর্তৃক xVS2UqarHx07
318 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর প্রেসক্লাবের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু টি-টেন মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে কুষ্টিয়া প্রেসক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।শুক্রবার বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কুষ্টিয়া প্রেস ক্লাব ৬৭ রানের পাহাড় সমান ব্যবধানে ঝিনাইদহ প্রেস ক্লাবকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে কুষ্টিয়া প্রেসক্লাবের উদ্বোধনী ব্যাটসম্যান ইমন ও দলীয় অধিনায়ক তুহিনের ঝড়ো রানে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৩ রানের পাহাড় গড়ে তোলে। দলের পক্ষে ইমন সর্বোচ্চ ৭৩ এবং তুহিন ৪২ রান করেন।ঝিনাইদহ প্রেসক্লাবের নাঈম ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ঝিনাইদহ প্রেসক্লাব ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে মেহেদী সর্বোচ্চ ৪৩ রান সংগ্রহ করেন।কুষ্টিয়ার তুহিন ৩টি সুজন, ২টি উইকেট দখল করেন। টুর্ণামেন্টে কুষ্টিয়ার ইমন ম্যান অব দ্যা ম্যাচ এবং কুষ্টিয়ার অধিনায়ক তুহিন ম্যান অফ দ্যা টুর্নামেন্ট এর পুরস্কার লাভ করেন। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন, প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, ওয়ালটনের শাহ আলম দেওয়ান, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, রুহুল কুদ্দুস টিটো প্রমূখ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন