Home » বরের জুতা লুকানোকে কেন্দ্র করে বিয়ে বাড়িতে সংঘর্ষ, ভেঙে গেলো বিয়ে

বরের জুতা লুকানোকে কেন্দ্র করে বিয়ে বাড়িতে সংঘর্ষ, ভেঙে গেলো বিয়ে

কর্তৃক ajkermeherpur
84 ভিউজ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বিয়ের অনুষ্ঠানে বরের জুতা লুকানোকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বর পক্ষের লোকজন কনের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়ে বিয়ে সম্পন্ন না করেই ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাটি উপজেলার কৈজুরী ইউনিয়নের গুলিয়াখালী গ্রামে ঘটেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গুলিয়াখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে আজিজুল প্রায় ৬০ জন বরযাত্রী নিয়ে গত শুক্রবার ১৯ নভেম্বর কনের বাড়িতে বিয়ের উদ্দেশ্যে যান। বিয়ের আনুষ্ঠানিকতার একপর্যায়ে বরের জুতা লুকানো নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়।

এ সময় বর পক্ষ বিয়ে বন্ধ করে কনের বাড়িতে হামলা চালায়। বাড়ির বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করা হয় এবং বিয়ের দাওয়াতে আসা স্বজনদের দেয়া উপহার সামগ্রী নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

কনে পক্ষের লোকজন জানান, বরকে বরণ করতে স্মার্টফোন ও দশ আনা ওজনের একটি সোনার চেইন দেয়া হয়। বিয়ের দাওয়াত উপলক্ষে প্রায় ২০০ জন অতিথির জন্য পাঁচ মন দুধের দই প্রস্তুত করা হয় এবং প্রায়

এক লাখ টাকা মূল্যের একটি গরু জবাই করা হয়। তবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের কারণে পুরো আয়োজন ভেস্তে যায়।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা চলছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন