নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের প্রতিপক্ষের দেশিয় অস্ত্রের হামলায় আহত হয়েছেন ২ জন । গত কাল সন্ধা ৬ ঘটিকার সময় এই ঘটনা ঘটে। আহতরা হলেন বলিয়ারপুর গ্রামের শিলন পিতা আনছার সদ্দার,এবং একই গ্রামের আবদার আলি। হামলা কারি রকন প্রথমে আবদার আলিকে মারধর করিলে আবদার আলী আহত হয় এ অবস্থায় তাকে মেহেরপুর হাসপাতালে নিতে গেলে শিলনকে বাধা দেয় হামরাকারি রোকন। শিলন কে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে হামলা কারি , গালিগালাজ করতে নিষেধ করিলে একপর্যায়ে দেশীয় অস্ত্র হাশুয়া দিয়ে তার মাথায় আঘাত করে রোকন , মাটিতে লুটে পড়ে আহত শিলন। স্থানীয় লোকজন আহত কে উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই বিষয়ে মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে,,,

