Home » বাংলাদেশ সেনাবাহিনীর মেহেরপুর ক্যাম্পের বিশেষ দল মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ৫ জন দালাল আটক।

বাংলাদেশ সেনাবাহিনীর মেহেরপুর ক্যাম্পের বিশেষ দল মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ৫ জন দালাল আটক।

কর্তৃক xVS2UqarHx07
19 ভিউজ

আমঝুপি অফিস:

বাংলাদেশ সেনাবাহিনীর মেহেরপুর ক্যাম্পের একটি বিশেষ দল মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ৫ জন দালালকে আটক করেছে। আটককৃতরা হলেন—নাজিম হোসেন (পিতা: ছোটফু নাঈম, দিঘীরপাড়া), উজ্জ্বল হোসেন (পিতা: রবিউল ইসলাম, চক্রপাড়া), সানোয়ার হোসেন (পিতা: মোহর আলী, চক্রপাড়া), ইমরান হোসেন (পিতা: বকুল আলী, শ্যামপুর) ও শাকিল হোসেন (পিতা: মান্নান হোসেন, গোপালপুর)।

সেনা ক্যাম্প সূত্রে প্রকাশ, দীর্ঘদিন ধরে এ চক্রটি হাসপাতালের সেবা গ্রহণকারীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে আসছিল। অভিযানের সময় তাদের হাতে-নাতে আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের সত্যতা স্বীকার করে তারা।

আটককৃতদের পরবর্তীতে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়। সেনা ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় এবং অপরাধ দমনে সেনাবাহিনী সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে। সন্ত্রাস, মাদক, ছিনতাই, জুয়া, দালাল চক্রসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং একটি দালালমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর।

০ মন্তব্য

You may also like

মতামত দিন