নিজস্ব প্রতিবেদক:
বাংল ভাষার জন্য আত্মদানকারীদের শ্রদ্ধা জানানোর সকল আয়োজন সম্পন্ন হয়েছে। অমর একুশে ও মহান শহীদ দিবস পালন উপলক্ষে মেহেরপুর পৌরসভার উদ্যোগে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে কেন্দ্রীয় শহীদ মিনারকে নবরূপে সাজানো হয়েছে।
শহীদ মিনারে ভিতরের সড়কটিতে আলপনা আঁকা সহ চতুর্পাশে কালো ও লাল পতাকা দিয়ে সাজানো হয়েছে। শহীদ মিনারের দুই পাশে বাংলা অক্ষর অ,ব,ক,খ লেখা হয়েছে। রাত ১২ টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতে শৃংখলার সাথে পুষ্পমাল্য অর্পণ করতে পারে তার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে একুশের প্রথম প্রহরে পুস্পমাল্য অর্পণ করা সহ শহীদ মিনারের প্রস্তুতি দেখান লক্ষ্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ শহীদ শামসুজ্জোহা নগর উদ্যান পরিদর্শন করেছেন। রবিবার দুপুরের দিকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার শহীদ শামসুজ্জোহা নগর উদ্যান এসে পৌঁছালে পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন তাদেরকে স্বাগত জানান।
এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহদারা খান, প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব প্রমূখ উপস্থিত ছিলেন।