আমঝুপি অফিস:
ভোর রাতে খড়ি কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রশিদা খাতুন (৫৫) নামে এক মধ্যবয়সী নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার) ভোরে বারাদী বাজারের একটি ফার্নিচার কারখানায় খড়ি কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যায় রশিদা খাতুন।
রশিদা খাতুন মেহেরপুর সদরের মোমিনপুর গ্রামের মোমিনপুর জামে মসজিদের সাবেক মোয়াজ্জিন আলী মোহাম্মদ এর তৃতীয় স্ত্রী। জানা যায়, আলী মোহাম্মদ পেশায় একজন কাঠুরিয়া। আগের দুই স্ত্রী মারা যাওয়ার পর রশিদা খাতুন এর সঙ্গে বিয়ে করে একটি সরকারি খাস জমিতে বসবাস করে আসছিল তারা। ঘটনার দিন ভোরে রশিদা খাতুন পার্শ্ববর্তী একটি ফার্নিচার কারখানায় খড়ি কুড়াতে গেলে বিদ্যুৎ স্পৃষ্টে সেখানেই তার মৃত্যু হয়। ভোরবেলায় মুসুল্লিরা নামাজ পড়ে আসার পথে রশিদা খাতুন এর মরদেহটি দেখতে পায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা। বাদ জোহর গ্রাম্য কবরস্থানে দাফন হবে বলে জানা যায়।