আমঝুপি অফিস:
মেহেরপুরের বারাদীতে সড়ক দুর্ঘটনায় এক এস এস সি পরিক্ষার্থী আহত হয়েছেন। আহত নাসিম আহাম্মেদ মেহেরপুর সদরের বারাদী ইউনিয়নের হাসানাবাদ গ্রামের জিয়া-উর রহমানের ছেলে আজ রবিবার সকাল ৯ টার সময় এ দুর্ঘটনাঘটে। ঘটনা টি ঘটেছে মেহেরপুর – চুয়াডাঙ্গা মহাসড়কের বারাদী বাজারের মোমিনপুর বালিকা বিদ্যালয়ের সামনে, মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি পরিক্ষার্থী নাসিম আহাম্মেদ (১৬ ) নাসিম আজ সকালে পরিক্ষা দেবার জন্য বাড়ি থেকে তার পরিক্ষা কেন্দ্র আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের উদ্দেশ্য মোটরসাইকেল যোগে রওনা হয়।
বারাদী বাজারে মোমিনপুর বালিকা বিদ্যালয়ের সামনে পোছালে বিপরীত দিক থেকে আসা শ্যালোইঞ্জিন চালিত অবৈধ যান আগলামন ও মোটরসাইকেল সামনা সামনে সজোরে আঘাত করলে মোটরসাইকেল চালক ছিটকিয়ে মাটিতে পড়ে তার বাম হাত ও বাম পা ভেঙ্গে যায়, খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের একটিদল দুর্তগতিতে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য রেফার্ড করা।