Home » বাড়াদীতে মোটরসাইকেল ও আলগামনের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছে

বাড়াদীতে মোটরসাইকেল ও আলগামনের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছে

কর্তৃক xVS2UqarHx07
149 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুর সদর উপজেলার বাড়াদীতে মোটরসাইকেল ও আলগামনের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছে। আহতদের মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে একজন নাহিদ, অপর জনের পরিচয় পাওয়া যায়নি। নাহিদ(২২) বাড়াদি হাসনাবাদ কলনীর গ্রামের ফরহাদ হোসেনের ছেলে জানা। গেছে আহতদ্বয় মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বারাদী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলগামনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় মোটরসাইকেল চালক নাহিদ ও তার সঙ্গী মারাত্মক আহত হন। তাদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুজনই অচেতন অবস্থায় ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন