Home » বিএনপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন তাসনিম জারা

বিএনপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন তাসনিম জারা

কর্তৃক xVS2UqarHx07
53 ভিউজ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। পদত্যাগের পর তাকে ঘিরে বিএনপিতে যোগ দেওয়ার গুঞ্জন ছড়ালেও তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বিএনপিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমকে এ কথা জানান তাসনিম জারা।

এর আগে শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেই লক্ষ্যেই তিনি ভোটারের সমর্থন সংগ্রহ কার্যক্রম শুরু করেছেন।
রোববার সকাল থেকে শুরু হওয়া স্বাক্ষর সংগ্রহে ব্যাপক সাড়া মিলেছে বলে জানিয়েছেন তিনি ও তার অনুসারীরা। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে হলে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার মোট ভোটারের কমপক্ষে এক শতাংশের সমর্থন-সংবলিত স্বাক্ষর মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হয়।

ঢাকা–৯ আসনটি খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা এবং মান্ডা এলাকা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৩০০ জন। সে হিসেবে স্বতন্ত্র প্রার্থী হতে তাসনিম জারাকে অন্তত ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার। নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় স্বাক্ষর সংগ্রহ শেষ করার লক্ষ্য নিয়ে মাঠে কাজ চালিয়ে যাচ্ছেন তাসনিম

০ মন্তব্য

You may also like

মতামত দিন