Home » বিএনপির আদর্শে অনুপ্রাণিত তৌসিক খানের নেতৃত্বে সংগঠনের নবজাগরণ

বিএনপির আদর্শে অনুপ্রাণিত তৌসিক খানের নেতৃত্বে সংগঠনের নবজাগরণ

কর্তৃক ajkermeherpur
26 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মেহেরপুরে শহীদ জিয়া পরিষদের লিফলেট বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জননেতা জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শহীদ জিয়া পরিষদ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, ব্যবসায়িক এলাকা ও জনবহুল মোড়ে এ লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেন শহীদ জিয়া পরিষদ মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক পদপ্রার্থী তরুণ সমাজসেবক তৌসিক খান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা শহীদ জিয়া পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মীরা। তারা জনগণের মাঝে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন এবং দেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি পুনর্গঠনে এ দফাগুলোর গুরুত্ব ব্যাখ্যা করেন।

তৌসিক খান বলেন,

“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জনগণকে সচেতন করছি। এই দফাগুলোই একটি সুশাসিত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের রূপরেখা।”

লিফলেট বিতরণের সময় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। অনেকেই এ কর্মসূচিকে সময়োপযোগী ও জনগণের প্রত্যাশার প্রতিফলন বলে মন্তব্য করেন।

শেষে তৌসিক খান সকল নেতাকর্মী ও তরুণ সমাজকে আহ্বান জানান—

“বাংলাদেশকে সত্যিকার অর্থে জনগণের রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ৩১ দফা বাস্তবায়নের আন্দোলনে অংশ নিতে হবে।”

০ মন্তব্য

You may also like

মতামত দিন