Home » বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাংনীতে আয়োজিত আলোচনা সভা।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাংনীতে আয়োজিত আলোচনা সভা।

কর্তৃক ajkermeherpur
14 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাংনীতে আয়োজিত আলোচনা সভায় সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন বলেছেন, “বর্তমান সরকার যদি কোনো ষড়যন্ত্র করে, গাংনীর মানুষ তাকেও ক্ষমা করবে না।”

উপজেলা প্রশাসনের প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, “আপনারা আরও স্বচ্ছ হোন। ব্যতিক্রম করলে উপজেলা প্রশাসন ঘেরাও করে জনসভা হবে।”

নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, “আমি ১৭ বছর জেল খেটেছি, ১৯টি মামলার আসামি হয়েছি। ভাগ্য ভালো, একজন উকিলের পরামর্শে আপিল করেছিলাম বলেই আজও বেঁচে আছি।”

সভায় সভাপতিত্ব করেন গাংনী সরকারি ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক নাসির উদ্দিন। এছাড়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল এবং অঙ্গসংগঠনের বহু নেতা ও কর্মী উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন