Home » বিমানবন্দরে সাংবাদিক লাঞ্ছিত, ক্ষুব্ধ গণমাধ্যমকর্মীদের এনসিপি বয়কট

বিমানবন্দরে সাংবাদিক লাঞ্ছিত, ক্ষুব্ধ গণমাধ্যমকর্মীদের এনসিপি বয়কট

কর্তৃক xVS2UqarHx07
43 ভিউজ

বিমানবন্দরে সাংবাদিক লাঞ্ছিত, এনসিপির সংবাদ সম্মেলন বয়কট বিমানবন্দরে সাংবাদিক লাঞ্ছিত
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের দ্বারা সাংবাদিক লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করেছেন গণমাধ্যমকর্মীরা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে বিমানবন্দরের ভিআইপি গেটে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন ও অন্যান্য উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়ে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং তার সফরসঙ্গীরা। সফরে এনসিপির প্রতিনিধিরাও অংশ নেন। তাদের সফর সম্পর্কে জানাতে বিমানবন্দরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের বরাতে জানা যায়, বিএনপি নেতা হুমায়ুন কবির যখন ভিআইপি গেটে সাংবাদিকদের ব্রিফ করছিলেন, সে সময় এনসিপি নেতারা উচ্চস্বরে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে এক সাংবাদিক তাদের অনুরোধ করেন যেন তারা শান্ত থাকেন, যাতে বক্তব্য গ্রহণে বিঘ্ন না ঘটে।

এতে ক্ষিপ্ত হয়ে এনসিপি নেতাকর্মীরা সাংবাদিকদের উপর চড়াও হন এবং লাঞ্ছিত করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে উপস্থিত সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করেন এবং ঘটনাস্থল ত্যাগ করেন।

গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়েন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন