নিজস্ব প্রতিনিধি:
এবার পিরোজপুরে বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।গতকাল সোমবার (৮ ডিসেম্বর) রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিয়ের আনন্দে নাচ চলছিল, হাসি-উল্লাসে মুখর ছিল চারপাশ। হঠাৎ নাচের মাঝেই লুটিয়ে পড়ে এক ব্যক্তি। আনন্দ মুহূর্তেই পরিণত হয় শোকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। ঘটনাটি উপস্থিত সবাইকে স্তব্ধ করে দিয়েছে।
