মোঃ আলমগীর ঠাকুরগাঁও প্রতিনিধি:
ভারতের মুখ্যপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দান বিশ্বে নবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে রুহিয়ায় বিক্ষোভ কর্মসুচি পালন করেছে ইসলামী বেশ কয়েকটি দল। রবিবার (১২জুন) বাদ যোহর নামাজের পর রুহিয়া বড় মসজিদ, শাহী মসজিদ এলাকাসহ বেশ কয়েকটি স্থান থেকে বিভিন্ন সংগঠনের ব্যানারে শত শত মুসল্লিরা এ কর্মসুচি পালন করেন।
এসময় বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ জানায়। সেই সাথে তাদের শাস্তির দাবি করেন সংগঠনের নেতা সহ সর্ব । বিক্ষোভ কর্মসুচির পর রুহিয়া চৌরাস্তা এলাকায় মানববন্ধনে অংশ নিয়ে প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, আমাদের কলিজার টুকরা নয়নের মনি হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে যারা খারাপ মন্তব্য করেছেন আমরা তাদের ফাঁসির দাবি জানাই যেন কেউ ভারতের মুখ্যপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দান এর মত খারাপ মন্তব্য না করতে পারে। এরপর এমন মন্তব্য যেকউ করে থাকলে আমরা জিহাদ করতে প্রস্তুত থাকব।