নিজস্ব প্রতিবেদকঃ
বিশ্ব ডিম দিবস উপলক্ষে মেহেরপুর প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে র্যালি আলোচনা সভা ও মেহেরপুর শিশু পরিবার শিশুদের মাঝে ডিম বিতরণ করা হয়।
আজ সকাল ৯ সময় মেহেরপুর জেলা প্রশাসন কার্যালয়ের সামনে আলোচনা সভা র্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- মেহেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান- প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেড এ সিদ্দিকী সিভিল সার্জন মেহেরপুর, একেএম কামরুজ্জামান অতিরিক্ত উপ-পরিচালক(শস্য )কৃষি সম্প্রসারণ বিভাগ- হুমায়ুন কবির জেলা সঞ্চয় কর্মকর্তা এদিকে বিকেল ৪ টার সময় মেহেরপুর শিশু পরিবারে নিজস্ব হলরুমে ডিম বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন- মেহেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন- মেহেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.তৌহিদুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসের সৈয়দ ডা. ছাকিবুল ইসলাম ডা.শারমিন আক্তার রত্না। অফিসের অন্যান্য কর্মকর্তাসহ জেলার হাঁস মুরগি খামারিরা উপস্থিত ছিলেন।