Home » ভারতের গোয়ায় নাইটক্লাবে আগুন, ঝরল ২৩ জনের প্রাণ

ভারতের গোয়ায় নাইটক্লাবে আগুন, ঝরল ২৩ জনের প্রাণ

কর্তৃক ajkermeherpur
35 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

এবার ভারতের পর্যটন রাজ্য গোয়ার একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে। এতে অন্তত ২৩ জনের প্রাণ গেছে। শনিবার (৭ ডিসেম্বর) মধ্যরাতে রাজ্যের আরপোরা এলাকার একটি ক্লাবে আগুনের এ ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্ত শেষে এক বিবৃতিতে পুলিশ জানায়, শনিবার মধ্যরাতে নাইটক্লাবটির কিচেনের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। মুহুর্তেই তা ছড়িয়ে পড়ে চারদিক। দীর্ঘসময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। রোববার সকাল পর্যন্ত চলে উদ্ধারকাজ।

এদিকে ধারণা করা হচ্ছে, নিহতদের মাঝে বেশিরভাগই সেখানকার কর্মচারী। স্থানীয়দের পাশাপাশি আগুনে দগ্ধ হয়ে প্রাণ গেছে কয়েকজন পর্যটকেরও।

অপ্রত্যাশিত এ ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী। ঘটনার পেছনের মূল কারণ শনাক্তে তদন্ত চলছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন