নিজস্ব প্রতিনিধি:
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, খুব শিগগিরই মধ্যপ্রাচ্যে নাটকীয় পরিবর্তন আসবে এবং ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন ঘটতে পারে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি বলেন, দীর্ঘদিন ধরে দমন-নিপীড়ন সহ্য করা ইরানি জনগণ একদিন তাদের স্বাধীনতা ফিরে পাবে এবং ইরানকে আবার মহান করে তুলবে।
নেতানিয়াহু বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ইরান একাধিক গণ-অভ্যুত্থানের সাক্ষী হয়েছে, যা ইসলামী প্রজাতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে। তিনি আশা প্রকাশ করেন, যারা আজ ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করছে তারা একদিন বিলীন হয়ে যাবে এবং শান্তি প্রতিষ্ঠাকারীরা তাদের স্থান নেবে। ইরানের ক্ষেত্রেই এই পরিবর্তন সবচেয়ে বেশি সত্য হবে বলে তিনি উল্লেখ করেন।

