গাংনী প্রতিনিধি মোঃ শাহিন আহমেদ:
মহান বিজয় দিবস উপলক্ষে বক্তব্য রাখেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃগোলাম মোস্তফা। তিনি তার বক্তব্যে তুলে ধরেন ১৯৭১ সালের মুক্তিযোদ্ধার কথা, পাক বাহিনীদের সাথে যুদ্ধের কথা। তিনি অসুস্থ থাকা সত্ত্বেও নিজের দল বাংলাদেশ আওয়ামী লীগ গাংনী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসাবে নিজের যতটুকু দায়িত্ব এবং কর্তব্য একনিষ্ঠ ভাবে নিজের শ্রম সাধনা এবং দলকে বেগবান করার লক্ষ্যে নিজের যতটুকু সামর্থ্য আত্মনিষ্ঠা সাথে প্রয়োগ করে যাচ্ছেন। তিনি বক্তব্যে আরও বলেন বাংলাদেশ যে অবস্থানে ছিল তার চেয়ে উন্নতির দিকে ধাবিত করেছেন বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাকে ধন্যবাদও জানান।এছাড়াও তিনি বলেন প্রত্যেকটি ইউনিয়ন চেয়ারম্যানদের যে তারা যেন সুষ্ঠু ও সুন্দর ভাবে বিজয় দিবস উদযাপন করেন। তিনি জনগণের সাথে ছিলেন, আছেন এবং থাকবেন এই বলে তিনি তার শুভেচ্ছা বক্তব্য শেষ করেন।