Home » মহান বিজয় দিবস ২০২৫ পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস ২০২৫ পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কর্তৃক ajkermeherpur
30 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সিভিল সার্জন ডা. আবু সাইদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন এবং মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মণ্ডল।

এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক বজলুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুস সাত্তার, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজ মনির, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ওবায়দুল বাশার, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাহিম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুন, এনএসআই-এর এডি জাহিদুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, বিএনপি নেতা রেজাউল করিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা এবং সমবায় অফিসার এনামুল হকসহ অন্যান্য কর্মকর্তা।সভায় মহান বিজয় দিবস উপলক্ষে গ্রহণযোগ্য কর্মসূচি, নিরাপত্তা ব্যবস্থা, পুষ্পস্তবক অর্পণ, সাংস্কৃতিক কর্মসূচি ও অন্যান্য আয়োজন সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন