মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে শনিবার সকালে উপজেলার ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে জাস্টিস এন্ড কেয়ার বাংলাদেশ-এর সহয়োগিতায় আন্তঃ সীমান্ত মানবপাচার প্রতিরোধমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফতেপুর ইউপি’র নব-নির্বাচিত চেয়ারম্যান গোলাম হায়দার লান্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মামুনুল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম,ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুলফিকার আলী,মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন,জাস্টিস এন্ড কেয়ারের প্রতিনিধি শাউলী সুলতানা, জাস্টিস এন্ড কেয়ারের ঝিনাইদহ জেলা সমনয়কারী সিনিয়র সাংবাদিক আব্দুর রহমান মোঃ আবু হাসান,ফতেপুর ইউপি সদস্য আশাদুল ইসলাম,কলেজ শিক্ষার্থী তবির খান,ছাত্রী সাদিয়া আফরোজ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক ওয়ালিউল ইসলাম।