Home » মহেশপুরে ইজিবাইক ছিনতাই চক্রের ৩ সদস্য আটক

মহেশপুরে ইজিবাইক ছিনতাই চক্রের ৩ সদস্য আটক

কর্তৃক xVS2UqarHx07
541 ভিউজ

ঝিনাইদহ প্রতিনিধি মোঃ রমজান আলী:

ঝিনাইদহের মহেশপুরে ইজিবাইক ছিনতাইকালে তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার কালীগঞ্জ-জীবননগর সড়কের কাকিলাদাড়ি নামক স্থান থেকে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন-সাঁড়াতলা গ্রামের আমিরুল ইসলামের ছেলে মফিজুল ইসলাম(২১), একই গ্রামের ঝন্টু মিয়ার ছেলে লিংকন (২২) ও মিজানুর রহমানের ছেলে সুমন (২৩)।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।

এছাড়া ১ সেপ্টেম্বর রাতে ওই সংঘবদ্ধ দলই মহেশপুর গোডাউন মোড় থেকে একটি ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মহেশপুর থানায় জিয়া কলেজের ফ্যান চুরিসহ আসবাবপত্র চুরির পৃথক ২টি মামলা রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন