Home » মহেশপুরে গৃহবধুকে পিটিয়ে হত্যা

মহেশপুরে গৃহবধুকে পিটিয়ে হত্যা

কর্তৃক xVS2UqarHx07
298 ভিউজ

ঝিনাইদহ প্রতিনিধি মোঃ রমজান আলী:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের চাঁদরতনপুর গ্রামে পরকীয়ার জের ধরে দুই সন্তানের জননী কে পিটিয়ে হত্যা করেছে পাশন্ড স্বামী মহিদুল ইসলাম ।

এলাকাবাসী সূত্রে জানাযায়, বৃহস্পতিবার রাতে কাজীবেড় ইউনিয়নের চাঁদরতনপুর গ্রামের মহিদুল ইসলামের স্ত্রী দুই সন্তানের জননী রোজিনা খাতুন পাশের বাড়ীর জৈনেক ব্যক্তির সাথে পরকীয়া করে বলে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে গরুর বিচুলী কাটা বোটনে দিয়ে মাথায় আঘাত করলে ঘটনা স্থালেই রোজিনা খাতুন মারা যায়। নিহত রোজিনার ৫বছর ও ৩বছরের কন্যা সন্তান রয়েছে। এ সময় স্বামী সহ তার বাড়ীর লোক জন পালিয়ে গেছে।

নিহত রোজিনার বাপের বাড়ী পার্শ্ববর্তি যশোর জেলার চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর ।

মহেশপুর থানার ডিউটি অফিসার এস আই তরিকুল ইসলাম জানান, চাঁদরতনপুর গ্রামে বৃহস্পতিবার রাতে স্বামী মহিদুল ইসলাম ও স্ত্রী রোজিনা খাতুনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বিচুলী কাটা বোটনে দিয়ে মাথাই আঘাত করলে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। স্বামী মহিদুল পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন