ঝিনাইদহ প্রতিনিধি মোঃ রমজান আলী:
ঝিনাইদহের মহেশপুরের কুশাডাঙ্গা গ্রামে পারিবারিক কলহের জের ধরে হামলা,লুটপাট,শ্লীলতাহানির অভিযোগ, গুরুতর আহত হয়ে চার নারী সহ ৫জন হাসপাতালে ভর্তি।
এলাকাবাসী ও থানা সূত্রে প্রকাশ, গত সোমবার উপজেলার কুশাডাঙ্গা গ্রামের মফিজ উদ্দিনের ঘরজামাই তরিকুল ইসলামের সাথে শ্বশুরবাড়ির বিরোধ হয়। এ নিয়ে ইতিপূর্বে উভয়পক্ষের একাধিক মামলাও হয়েছে। সোমবার দুপুরে ঘরজামাই তরিকুল তার তার লোকজন নিয়ে শ্বশুরবাড়ি আক্রমন করে বাড়ির মালামাল লুটপাট করে। এ সময় বাধা দিলে শ্বাশুড়ি আনোয়ারা বেগম,শ্যালক আব্দুল্লাহ,চাচি শ্বাশুড়ি ফয়জুননেচ্ছা,আব্দুর রহিমের স্ত্রী সারজিনা খাতুন, আনিচুর রহমানের স্ত্রী হাসিনা খাতুন গুরুতর আহত হয়। এদেরকে মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তরিকুলের শ্যালক মেহেদী হাসান জানায়,তার ভগ্নিপতি তরিকুল তার ভাড়াটিয়া লোকজন দিয়ে তাদের পরিবারের উপর আক্রমন করে বাড়ির মালামাল লুটপাট করে নিয়ে যায়।
এ বিষয়ে মহেশপুর থানায় কর্তৃব্যরত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, এখনও কেউ অভিযোগ দেয়নি।অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।